ধর্মগ্রন্থ গীতা নিয়ে মন্ত্রী বেচারাম মান্নার বিতর্কিত মন্তব্যের জেরে ঝড় উঠল রাজনৈতিক মহলে
হুগলি, ২৬ ডিসেম্বর : সনাতন ধর্মগ্রন্থ গীতা নিয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার বিতর্কিত মন্তব্যের জেরে ঝড় উঠল রাজনৈতিক মহলে। রবিবার শ্রীরামপুরে একটি খেলার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। খেলাধুলা করলে শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। মন ভালো থাকলে যেকোন কাজই ভালো ভাবে করা যাবে।
এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিজেপির রাজ্য নেতা ভাষ্কর ভট্টাচার্য। তিনি চাঁচাছোলা ভাষায় মন্ত্রী বেচারাম মান্নাকে আক্রমন করে বলেন, বেচারাম মান্নার মত নেতা যিনি রাজ্যের মন্ত্রীর আসনে বসে আছেন। খোঁজ নিয়ে দেখুন তার শিক্ষাগত যোগ্যতা কি আছে। সে আগে কোথায় ছিল। এখন সে মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচা গিরি করে মন্ত্রী হয়েছেন। বেচারাম বাবু গীতার গ বোঝেন না। তার শিক্ষাগত যোগ্যতা কি আছে? বেচারাম মান্না বাংলার কলঙ্ক। তিনি এই কথা বলে স্বামী বিবেকানন্দকে অসন্মান করেছেন। এই যদি পশ্চিমবাংলার মন্ত্রীদের শিক্ষা দেওয়ার ঋতি হয়। তবে পশ্চিমবাংলা আগামী দিনে কোথায় যাবে? প্রশ্ন তোলেন ভাষ্কর ভট্টাচার্য। এদিন বিজেপি নেতা বলেন, গীতা না পড়ে বিবেকানন্দ কখনই বলেন নি খেলা ধুলা করতে। এটা মন্ত্রী অপ ব্যাক্ষা।