ছাত্র-ছাত্রীদের মাক্স স্যানিটাইজার ও পেন দিয়ে উৎসাহিত করলেনতৃণমূল কংগ্রেসের যুব সংগঠন
16 ই নভেম্বর দীর্ঘ কুড়ি মাস পর স্কুল খুললো ,আর তাতেই বেলাকোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মুদিপাড়া উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাক্স স্যানিটাইজার ও পেন দিয়ে উৎসাহিত করলেনl
উপস্থিতছিলেন মুদিপারা স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী, এবং উপস্থিত ছিলেন মুদিপারা স্কুলের সেক্রেটারি সুশীল রায়, এবং বেলাকোবা অঞ্চলের যুব সভাপতি দেবাশীষ বিশ্বাস। তার সাথে উপস্থিত ছিলেন মুদিপাড়া বুথের যুব সভাপতি আজাদ আনছারি, পঞ্চায়েত অন্যান্য