গুটকার বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৬ জন ব্যবসায়ী



রাজগঞ্জ, ৯ নভেম্বর: রাজগঞ্জে গুটকার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জন ব্যবসায়ীকে গ্রেপ্তারের পাশাপাশি প্রচুর গুটকা বাজেয়াপ্ত করে পুলিশ। মঙ্গলবার রাজগঞ্জ থানা ও বেলাকোবা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে রাজগঞ্জ বাজার, ফাটাপুকুর ও বেলাকোবা সহ কয়েকটি জায়গায় অভিযান করা হয়। এদিন ব্যবসায়ীদের তামাক ও নিকোটিন যুক্ত পানমশলা ও গুটকা বিক্রি না করার ব্যাপারে  সতর্ক করা হয়।
রাজ্য সরকার ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য তামাক ও নিকোটিন যুক্ত গুটকা ও পানমশলা তৈরি, মজুত ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সরকারি নির্দেশ অনুযায়ী এদিন অভিযান করা হয়। এধরনের অভিযান আরও চলবে বলে পুলিশ জানিয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন