গুটকার বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৬ জন ব্যবসায়ী
রাজগঞ্জ, ৯ নভেম্বর: রাজগঞ্জে গুটকার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জন ব্যবসায়ীকে গ্রেপ্তারের পাশাপাশি প্রচুর গুটকা বাজেয়াপ্ত করে পুলিশ। মঙ্গলবার রাজগঞ্জ থানা ও বেলাকোবা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে রাজগঞ্জ বাজার, ফাটাপুকুর ও বেলাকোবা সহ কয়েকটি জায়গায় অভিযান করা হয়। এদিন ব্যবসায়ীদের তামাক ও নিকোটিন যুক্ত পানমশলা ও গুটকা বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।
রাজ্য সরকার ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য তামাক ও নিকোটিন যুক্ত গুটকা ও পানমশলা তৈরি, মজুত ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সরকারি নির্দেশ অনুযায়ী এদিন অভিযান করা হয়। এধরনের অভিযান আরও চলবে বলে পুলিশ জানিয়েছে।