মাত্র 10 টাকায় খাবার - ডাল ভাজা ভাত তরকারি সবজি


রাজগঞ্জের পানীকাউরী অঞ্চলে অবস্থিত
Teesta Agro Industries Private limited এর ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হচ্ছে মাত্র 10 টাকায় খাবার - ডাল ভাজা ভাত তরকারি সবজি ইত্যাদি -এই আয়োজনের মাধ্যমে তিস্তা এগ্রো ইন্ডাস্ট্রিজে যারা কাজ করেন শ্রমিক ভাই বোনেরা -দূর-দূরান্ত থেকে আগত গাড়ির ড্রাইভার সকলে ভীষণ উপকৃত হবেন | আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক শ্রী খগেশ্বর রায় মহাশয় - সাথে রয়েছেন মাননীয় এমডি হরদেব সিং- ডিরেক্টর ইউসি সাউ- মিঃ:মহান্তি - মিঃ: ত্রিপাঠি-অঞ্চল সভাপতি অমল কুড়ি - মহ: সোলেমান -সঞ্চালক অরিন্দম ব্যানার্জি -প্রদীপ দে-মৃন্ময় শিকদার -এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মচারীবৃন্দ | 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন