উত্তর দিনাজপুরে ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


উত্তর দিনাজপুর :করণা মহামারীর ফলে রাজ্যে চলছে অঘোষিত লকডাউন l আর এই ঘোষণার ফলে মানুষ তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলেছে। সেই মুহূর্তে  অনাথ আশ্রম গুলি প্রায় প্রায় অচল হয়ে তাই ভারতীয় জনতা কিষাণ মোর্চা উত্তরদিনাজপুর জেলার অফিস সম্পাদক  এর উদ্যোগে রায়গঞ্জ উত্তর  কলেজপাড়া অনাথআশ্রমের ছোট ছোট কচিকাঁচাদের হাতে কিছু পরিমাণ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়l শুকনো খাবারের মধ্যে ছিল পারুটি, ডিম,কলা কেক, সামান্যতম এই খাবার পেয়ে ছোট ছোট কচি কাঁচারা খুব খুশি l এই খাদ্য সামগ্রী বিতরণ করতে উপস্থিত ছিলেন ভারতীয় কিষান মোর্চার সদস্য কনক বর্মন , 34 নং মন্ডল সভাপতি  শংকর সরকার সহ অন্যান্য কর্মীরাl
উত্তর দিনাজপুর জেলার অফিস সম্পাদক জানান আমাদের  সাধ্য অনুযায়ী আমরা আরো মানুষের কাছে পৌঁছতে চাই I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন