উত্তরবঙ্গে ঝরে ক্ষতিগ্রস্থদের সাহায্য এর জন্য বিভিন্ন দাবি নিয়ে ময়নাগুড়ি স্টেশন মোড়ে বামফ্রন্ট এর শ্রমিক সংগঠন
ময়নাগুড়ি: সাধারণ মানুষের ও শ্রমিকের করোনা ও আমফান ও উত্তরবঙ্গে ঝরে ক্ষতিগ্রস্থদের সাহায্য এর জন্য বিভিন্ন দাবি নিয়ে ময়নাগুড়ি স্টেশন মোড়ে বামফ্রন্ট এর শ্রমিক সংগঠন CITU
শ্রমিক ও করোনা যোদ্ধাদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার দাবি সহ কেন্দ্রের ও রাজ্যের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে ময়নাগুড়ি স্টেশন মোড়ে পথ সভার মাধ্যমে কর্মসূচি পালন করে।
লকডাউনের জেরে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের মজুরি, প্রতি শ্রমিক পরিবারকে ৩৫ কেজি চাল সহ রেশন কার্ড প্রতি অতিরিক্ত ৫ কেজি করে চাল দেওয়ার দাবি এবং বন্ধ ও রুগ্ন চা বাগান শ্রমিকদের আর্থিক অনুদান ৭৫০০ টাকা দেওয়ার দাবি করা হয় । এছাড়া কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির বিরোধিতা করার পাশাপাশি বিনামূল্যে করোনা পরীক্ষা ও করোনা যোদ্ধাদের ৫০ লক্ষ টাকার বীমার দাবি করা হয় । উপস্থিত ছিলেন CITU এর বিশিষ্ট নেতারা।।
সংবাদদাতা :- রাহুল আলম, ময়নাগুড়ি