কৃষক দিবসে কৃষক রত্ন পুরস্কার ও সম্মান পেলেন অমর চন্দ্র সিংহ


ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর,  14 মার্চ : আজ কৃষক দিবস । উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের করনদিঘী কৃষক বাজারে আনুষ্ঠানিক ভাবে কৃষক দিবস পালন করা হলো । কৃষক দিবসে উপস্থিত ছিলেন এডিএ  ডঃ কৌশিক নাগ , এটিএম সঞ্জিত রায় , বিটিএম দিবজ্যোতি মহাশয় ও করনদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসা ২০০ জন কৃষক । এই অনুষ্ঠানে কৃষক রত্ন সম্মান ও পুরস্কার পেলেন রাসাখোয়া ঢাটি পাড়ার অমর চন্দ্র সিংহ । পুরস্কার তুলে দিয়েছেন বিটিএস দিবজ্যোতি মহাশয় । অমর চন্দ্র সিংহ জানিয়েছেন, ধন্যবাদ জানাই মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে আমি কৃষক রত্ন সম্মান ও পুরস্কার পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং বিভিন্ন চাষবাসে উৎসাহিত হয়েছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন