#পুলিশ_সুপার_এর_উদ্যোগে_জেলাজুরে করোনা সচেতনতা প্রচারে পুলিশ, চাল ,ডাল আলু সাবান বিতরণ এই উদ্যোগে শামিল বেলাকোবা পুলিশ ফাঁড়ি।
নিজস্ব প্রতিনিধি ,বেলাকোবা ৩১ শে মার্চ: করোনা সচেতনতার প্রসারে উদ্যোগী হল জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদি র উদ্যোগে সমগ্র জেলা জুড়ে শুরু হয়েছে করোনা সচেতনতায় জেলা পুলিশের প্রচার কর্মসূচী। তারই অঙ্গ হিসেবে বেলাকোবা পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাহার সহযোগিতায় আজ দুপুর 12 টায় শিকারপুর চা বাগান সহ বেলাকোবা
বিভিন্ন গ্রামীণ এলাকায় চলল পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক প্রচার। সেই সাথে এই কর্মসূচির অংশ হিসেবে 100 জন ভবঘুরেকে জেলা পুলিশের যন রান্নাঘরের পক্ষ থেকে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা এবং পথে ঘুরে বেড়ানো বিভিন্ন পশুদের খাওয়ানোর ব্যবস্থা করা হলো।
জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ভবঘুরেদের জন্য একটি আশ্রয় স্থল তৈরি করা হয়েছে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর পুরানো কৃষি দপ্তরের ভবনে, সেখানে ব্লকের সমস্ত ভবঘুরেদের তুলে এনে নৈশ যাপনের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে রাজগঞ্জ ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে প্রভূত সহযোগিতা করা হচ্ছে বলে জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হল যদি কোন ভবঘুরে, অভুক্ত গরিব মানুষ থেকে থাকে তাহলে অবশ্যই যেনো পুলিশকে অতি দ্রুত জানানো হয়। এদিন বেলাকোবাতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা ছাড়াও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রাজগঞ্জ থানার সিআই দ্বীপোজ্জল ভৌমিক, ওসি কেসাং লামা, সহ বেলাকোবা ওসি।