তপশিলি বন্ধু এবং জয় জওয়ান প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক হলো রাজগঞ্জ বিডিও অফিসে।


  নিজস্ব প্রতিনিধি , রাজগঞ্জ ২০ মার্চ    :  মাননীয় পর্যটন মন্ত্রী গৌতম দেব এর উপস্থিতিতে রাজগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে কনফারেন্স রুমে আয়োজিত হল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গৃহীত নতুন প্রকল্প তপশিলি জাতি মানুষদের জন্য তপশিলি বন্ধু এবং তপশিলি উপজাতি শ্রেণীর মানুষের জন্য জয় জওয়ান প্রকল্পে অগ্রগতি নিয়ে  প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হলো।   এই বৈঠকে দুটি প্রকল্পে 60 বছরের ঊর্ধ্বে মানুষদের হাজার টাকা করে দুটি প্রকল্পে মাসিক পেনশন পাবেন । রাজ্য সরকার এ বাবদ  প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে। মন্ত্রী বলেন, রাজগঞ্জ বিধানসভা,  ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা ও শিলিগুড়ি শহরের সন্নিহিত চৌদ্দটা ওয়ার্ড নিয়ে 26000 তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবেন।ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ সারা রাজ্যের সাথে এই দুটি বিধানসভা এলাকায় প্রক্রিয়া শুরু হয়ে গেছে।যেহেতু করোনা আতঙ্কের বিষয়টি রয়েছে তাই রাজ্য সরকার কোনোরকম ঝুঁকি না নিয়ে অনলাইন মাধ্যমে ফরম ফিলাপের ব্যবস্থা করেছেন। নবান্নে প্রশাসনিক বৈঠক এর কারণে এই বৈঠকে জেলার ডিএম উপস্থিত হতে পারেননি কিন্তু এখানে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক,  এ ডিএম

 (ডেভেলপমেন্ট) মলয় হালদার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহ-সভাপতি দুলাল দেবনাথ, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় প্রমূখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন