মহিলাদের নিয়ে, বিধান নগরের লুডু প্রতিযোগিতা, দ্বিতীয় বর্ষ


 
  মিন্টু দাস, বিধান নগর: প্রায় এক মাস ধরে চলা লুডু কম্পিটিশন আজ শেষ হলো, বিধান নগর 1 নম্বর ও 2 নম্বর পঞ্চায়েত এবং ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 500 মহিলা এই খেলায় অংশগ্রহণ করেছিল, সোসাইটির সম্পাদক শিউলি দাস এবং সভাপতি সুমনা মন্ডল দাবি করেন উত্তরবঙ্গে এত বড় আকারে লুডু টুনামেন্ট বিধান নগরে এই প্রথম, এবছর এই টুর্নামেন্টে দ্বিতীয় বর্ষ পরল, গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখে এই খেলা শুরু হয়েছিল, সম্পাদিকা শিউলি দাস জানান আমরা বিজয়ীদের পুরস্কার এর পাশাপাশি আর্থিক সহযোগিতা করছি যাতে তারা স্বনির্ভর হতে পারে। এই খেলার ভাবনায় যিনি,সমাজসেবী বাপন দাস জানান, আমি চেষ্টা করেছি স্থানীয় মহিলা ওয়েলফেয়ার কে দিয়ে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে এই খেলাগুলো করাতে তাই খেলার শুরুতে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সকল খেলোয়াড়দের মাক্স পড়িয়ে লুডু খেলতে বসার জন্য অনুরোধ করেছি। এই খেলার উৎসাহ-উদ্দীপনা দেখে মহকুমা পরিষদের বিরোধী দলনেতা শ্রী কাজল ঘোষ মহাশয় আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছেন ।সোসাইটির সভাপতি সুমনা মন্ডল জানান এবছর প্রথম হয়েছে জগন্নাথপুরের পিংকি মন্ডল দ্বিতীয় হয়েছে রবীন্দ্রপল্লী মৌমিতা পাল, তৃতীয় হয়েছে ভিমবার এর প্রিয়াঙ্কা দাস এবং চতুর্থ হয়েছে মিলন পল্লীর চম্পা পাল। স্থানীয় কলেজ পড়ুয়া সুপ্রিয়া দাস গৃহবধূ তনিমা ঘোষ এবং অনিতা মজুমদার প্রতিবছর চায় এই খেলা গুলো যেন হয় ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন