সারদা শিশু তীর্থ স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে কচি কাচা দের সাথে পায়ে পা মেলালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়
উত্তর বাংলা নেটওয়ার্ক ,15 ই মার্চ :সারদা শিশু তীর্থ স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বেলাকোবা প্রতাপ সংঘের মাঠ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পায়ে হাটলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় সমস্ত ছাত্র-ছাত্রীদের সাথে । ছাত্র-ছাত্রী ছাড়াও এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল সমস্ত ছাত্র-ছাত্রী অভিভাবকরা ।
সারদা শিশু তীর্থ স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য শিবির আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ । সহযোগিতায় শিলিগুড়ির গ্রেটার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা এবং সুগার ,দাঁত পরীক্ষা শিবির করেন।