স্কুলে পরিদর্শনে বিধায়ক মাননীয় শ্রী খগেশ্বর রায়
বেলাকোবা, 14 ই মার্চ :উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে-বেলাকোবা গার্লস হাই স্কুল কেবল পাড়া হাই স্কুলে পরিদর্শনে ছাত্র- ছাত্রীদের এবং শিক্ষক-শিক্ষিকাদের কোনো সুবিধা- অসুবিধা হচ্ছে কিনা তার খোঁজখবর নিলেন আজ বিধায়ক মাননীয় শ্রী খগেশ্বর রায় |