মেয়ে ধরে ফেললেন শ্বাশুরী ও জামাইয়ের পরকীয়া


কোচবিহার, ১৭ মার্চঃ মেয়ে ধরে ফেললেন শ্বাশুরী ও জামাইয়ের পরকীয়া সম্পর্ক । সোমবার কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোটো গদাইখোড়া গ্রামের ঘটনা। দু’জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জামাই আয়ুব আলির সঙ্গে মেয়ের বিয়ের আগে থেকেই পরকীয়ার সম্পর্ক ছিল। মেয়ের বিয়ের পরও তা বজায় থাকে। বিষয়টি বুঝতে পারেন মেয়ে। মেয়ে প্রতিবাদ করায় সংসারে অশান্তি শুরু হয়। এদিন শ্বাশুড়ি-জামাই পরকীয়ায় লিপ্ত হতেই, গ্রামবাসীদের সহযোগিতায় নিজের মেয়ে হাতেনাতে ধরে ফেলেন। আটকে রাখা হয় দুজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। গ্রামবাসীরা তাদেরকে পুলিশ হাতে তুলে দেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন