যুবভারতীকাণ্ডে কড়া পদক্ষেপ নবান্নের, ডিজি-সহ একাধিক শীর্ষ আধিকারিককে শোকজ


উত্তর বাংলা ডিজিটাল ডেস্ক:
যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অশান্তি নিয়ে এ বার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ মেনে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছ থেকে জবাব তলব করেছে নবান্ন। একই সঙ্গে শোকজ করা হয়েছে ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশকুমার সিনহা ও বিধাননগরের পুলিশ সুপার মুকেশ কুমারকেও। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে ডিসিপি অনীশ সরকারকে।
সোমবার রাতে যুবভারতীকাণ্ডে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেয় মুখ্যমন্ত্রীর তৈরি কমিটি। মঙ্গলবার সেই রিপোর্ট প্রকাশ্যে এনে সাংবাদিক বৈঠক করেন কমিটির সদস্য মুখ্যসচিব মনোজ পন্থ, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।
কমিটির স্পষ্ট মত, লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব ছিল পুলিশ ও ক্রীড়া দপ্তরের উপর। সেই দায়িত্বে গাফিলতির প্রমাণ মিলেছে। তাই ঘটনার গভীরে যেতে সিট গঠনের সুপারিশ করে কমিটি। সেই সুপারিশ মেনেই রাজ্য সরকার চার সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। ওই সিটে রয়েছেন চার আইপিএস অফিসার—পীয়ূষ পান্ডে, জাভেদ শামিম, সুপ্রতীক সরকার ও মুরলীধর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন