রাতের অভিযান! ১ কেজির বেশি ব্রাউন সুগারসহ ধরা দুই পাচারকারী— মূল্য প্রায় ১ কোটি


মালদা: মালদায় বড়সড় সাফল্য পুলিশের। এক কেজির বেশি ব্রাউন সুগার উদ্ধার করে গ্রেপ্তার করা হল দুই মাদক পাচারকারীকে। শনিবার গভীর রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির সারদহ এলাকা থেকে পাকড়াও করা হয় দু'জনকে।
ধৃতদের নাম মহম্মদ জিয়াউল এবং সুরজিৎ মণ্ডল— দু’জনেরই বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, সারদহ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তল্লাশি চালায় এবং তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ২১১ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে এল? কারা এর সঙ্গে জড়িত? কোথায় পাচার হত এই মাদক?— এই সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার ধৃতদের হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন