মেসিকে না দেখেই ফুঁসছে যুবভারতী! বিশৃঙ্খলার মাঝে মেসির সঙ্গে ছবি, ট্রোলের মুখে শুভশ্রী


উওর বাংলা ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে একঝলক দেখার আশায় কারি কারি টাকা দিয়ে টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা—তবু দর্শন অধরা। সেই ক্ষোভেই শনিবার উত্তাল হয়ে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন। মেসির কলকাতা সফর ঘিরে শীতের শহরে কার্যত ‘উত্তপ্ত’ পরিস্থিতি তৈরি হয়।
নির্ধারিত সময়ে স্টেডিয়ামে পৌঁছলেও আয়োজক ও অতিথিদের ভিড়ে মেসি কার্যত আড়ালে চলে যান। হাসিমুখে গ্যালারির দিকে হাত নাড়ালেও বহু দর্শক তাঁকে দেখতে পাননি। পরিস্থিতি আঁচ করে নির্ধারিত সময়ের আগেই তাঁকে মাঠ ছাড়ানো হয় বলে সূত্রের দাবি। এর পরই ভাঙে ধৈর্যের বাঁধ—কোথাও বোতল ছোড়া, কোথাও চেয়ার-ব্যারিকেড ভাঙচুর, পোস্টার পোড়ানোর ঘটনাও ঘটে।

এই বিশৃঙ্খলার মধ্যেই মেসি ও সুয়ারেজের সঙ্গে ছবি পোস্ট করে নেটভুবনে তীব্র ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাঁর শেয়ার করা হাসিমুখের ছবি ঘিরে ক্ষুব্ধ ভক্তদের একাংশ কটাক্ষ করেন ‘সময়জ্ঞানে’র অভাব ও ‘জনতার টাকায় ফূর্তি’ নিয়ে। কেউ কেউ উদ্যোক্তা ও অভিনেত্রী—দু’পক্ষকেই কাঠগড়ায় তোলেন।
সব মিলিয়ে, মেসির সফর ঘিরে অব্যবস্থাপনা ও দর্শকদের ক্ষোভে শনিবার যুবভারতী কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন