বিএলও–র ‘লাইন কাটা’ আতঙ্কে রাজগঞ্জ! SIR ফর্ম ঘিরে উত্তেজনা সাহেবপাড়ায়
রাজগঞ্জ: এস আই আর এনুমারেশন ফর্ম ঘিরে ফের উত্তেজনা রাজগঞ্জে। ব্লক লেভেল অফিসার এর কাটাকাটি নিয়ে শনিবার আমবাড়ির সাহেবপাড়া এলাকায় চরম আতঙ্ক ছড়াল সাধারণ মানুষের মধ্যে।
অভিযোগ, এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বি এল ও অঙ্গীকারপত্রের একটি গুরুত্বপূর্ণ লাইন কেটে দিয়ে ফর্ম গ্রহণ করছেন। স্থানীয়দের দাবি, অঙ্গীকারপত্রে কোনও অংশ কেটে দেওয়ার নিয়ম নেই। ওই লাইন কেটে দেওয়া হলে ভবিষ্যতে ভোটাধিকারসহ নথি যাচাইয়ের ক্ষেত্রে বড়সড় জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের বক্তব্য, অঙ্গীকারপত্রে স্পষ্ট লেখা সর্বশেষ এস আই আর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখেছি।
এই লাইনে কাটাকাটি করায় নতুন করে উদ্বেগ দানা বেঁধেছে। প্রশ্ন তুলছেন বাসিন্দারা কেন এই লাইন কাটা হচ্ছে ।এর সঠিক ব্যাখ্যা কোথায়।
তবে এ বিষয়ে এস আই আর দুলাল মণ্ডলের দাবি,আমি ফর্ম যাচাই করে নিইনি, শুধু নির্দেশ মেনে ওই লাইনটি কেটে দিয়েছি। জয়েন্ট বিডিও র আদেশ রয়েছে তাই লাইন কেটে দিয়েই ফর্ম গ্রহণ করতে হবে। এতে আতঙ্কের কিছু নেই।
রাজগঞ্জ জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল ফোন এস এম এস করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।
এস আই আর প্রক্রিয়াকে ঘিরে এর আগেও আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। নতুন করে বিএলও র কাটাকাটি ঘটনায় আরও উদ্বেগ বাড়ল আমবাড়ি সহ রাজগঞ্জ ব্লকে।