শিলিগুড়ির জঙ্গলে দম্পতির রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য


সংবাদদাতা, রাজগঞ্জ: শিলিগুড়ির পার্শ্ববর্তী ফারাবারি বৈকুন্ডপুর ফরেস্ট সংলগ্ন শিলিগুড়ির থারুঘাটির জঙ্গলে পার্শ্ববর্তী পাপিয়া পাড়ায় রবিবার সাত সকালে এক দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতরা—তপন রায় (৪৫) ও তাঁর স্ত্রী অনিমা রায় (৪০), স্থানীয় বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তপন রায়ের। কিন্তু এরপর তাঁরা আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজখবর শুরু করতেই শুক্রবার সকালে বৈকুন্ডপুর ফরেস্টের জঙ্গল লাগোয়া এলাকায় তাঁদের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তপন রায়কে গলায় দড়ি লাগানো অবস্থায় এবং অনিমা রায়কে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ভক্তিনগর থানার আইসি এবং আশিঘর আউটপোস্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

মৃত দম্পতির ছেলে জানিয়েছে,
বাবা–মায়ের কারও সঙ্গে শত্রুতা ছিল না। প্রতিদিন কাজ সেরে বাড়ি ফিরতেন। কীভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। পুলিশ যেন খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেয়।

এলাকাবাসীদের বক্তব্য,দু’জনেই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এমন নির্মম ঘটনা বিশ্বাস করা যাচ্ছে না। পুলিশ যেন পুরো বিষয়টি খতিয়ে দেখে।
গোটা ঘটনার ঘটনা তথ্য শুরু করেছে পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন