বানারহাট:জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানের ২০-২১ নম্বর সেকশনে ফের খাঁচাবন্দি হল চিতাবাঘ। শনিবার রাতে পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে ধরা পড়তে দেখেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মুহূর্তে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনকর্মীরা জানান, এলাকায় আরও চিতাবাঘ ঘুরে বেড়াতে পারে বলে টহলদারি জোরদার করা হয়েছে।