একুশ তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে মরণোত্তর দেহদান সমাজকর্মী দম্পতি
বিধান নগর ,পবিত্র রায়: একুশ তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে মরণোত্তর দেহদান সমাজকর্মী দম্পতি বাপন দাস ও শিউলি দাস ।।
বাপন বাবু পুলিশে চাকরি করে এবং সময় পেলে সামাজিক কাজ করে রক্তদান পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও করে ।। গত তিনদিন জাতীয় দৃষ্টিহীন ক্রিকেটে দায়িত্ব পালন করেছিলো বাপন দাস । সেখানেই দেখতে পাই দৃষ্টিহীন মেয়েরা কতো ভালো খেলছে ।। যদি এদের চোখ থাকতো কতো ভালো হতো।। তাই বাড়িতে ফিরেই স্ত্রী শিউলি দাস কে জানান, চলো আমরা দেহদান করে দিই ।। বাড়িতে মেয়েদের অনুমতি নিয়ে আজ অঙ্গীকার বদ্ধ হলেন ।। আজ তাদের উৎসাহ দিতে দার্জীলিং ও উত্তর দিনাজপুরের এক ঝাক সমাজকর্মী বাপন দাসের বিধান নগরের বাসভবনে উপস্থিত হয় ।। বাপন বাবু সবাই কে এই মহৎ কাজে এগিয়ে আসতে বলেন