ফের উচ্চ মাধ্যমিক জয়জয়কার দুই জন ডেফ ছাত্রী
জলপাইগুড়ি, ২৪শে মে, ২০২৩:- মাধ্যমিক পর এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট ফল প্রকাশ হল। জলপাইগুড়ি জেলা ডেফ অ্যাসসিয়েশনের দুই জন কনিষ্ঠ সদস্য রিয়া রায় ও লিপি রায় এ বছর উচ্চমাধ্যমিক রেজাল্ট ভালো ভাবে পাশ করেছে। রিয়া রায় সুনীতিবালা সদর গার্লস স্কুলের ছাত্রী ও মোট ২৪০ নম্বর পেয়েছে এবং লিপি রায় রাণীনগর রবীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্রী ও ২১৪ নম্বর পেয়েছে। এই দুজনে কনিষ্ঠ সদস্য সাফল্যের জন্য অনেক অভিনন্দন জানিয়েছেন ডেফ অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক বসু, সাধারণ সম্পাদক নির্মল ছেত্রী সহ সকল সদস্য প্রমুখ। আগামী দিনে আমাদের ডেফ অ্যাসোসিয়েশনের পক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীরা বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে।।