Rajganjভোট বয়কটের হুমকি গ্রামবাসীর
রাজগঞ্জ ১৭ই এপ্রিল: ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি থেকেই যায়।দীর্ঘ 5 বছর ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরেও হয়নি কোনো কাজ এমনই ঘটনাকে কেন্দ্র করে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীর I
রাজগঞ্জ ব্লকের পানিকাউরী গ্রাম পঞ্চায়েতের কলেজপাড়া পন্ডিতের বাড়ির গ্রামের ঘটনা I এই এলাকায় প্রায় ৫০ টি পরিবার রয়েছে I
মহিলা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা , পঞ্চায়েত প্রশাসনকে জানিও হয়নি কোন কাজ I নেই জল নিকাশের ব্যবস্থা , বর্ষার সময় খুবই অসুবিধা হয় হাঁটাচলা করতে, নোংরা জল বাড়িতে ঢুকে যায় ,থাকে পোকামাকড়ের ভয় I
পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেI অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয় Iভোটের সময় ভোট চাইতে আসে, ভোট গেলেই সব ভুলে যায় তাই এবার ভোটের আগে যদি জলের ব্যবস্থা এবং রাস্তার ব্যবস্থা না করা হয় ভোট বয়কট করব আমরা I
আরেক গ্রামবাসী জানান আমাদের নিজস্ব উদ্যোগেই এই রাস্তায় বেড মিশালি ফেলা হয়েছিলI
রাস্তার পাশাপাশি জল নিকাশের ব্যবস্থা এবং বৈদ্যুতিক বাতিরও প্রয়োজন আছে I
এই বিষয়ে পানিকাউরী গ্রাম পঞ্চায়েতের মহিলা সভানেত্রী তথা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি পাপিয়া সরকার বলেন এই ঘটনাটি সত্য এর আগেও আমাকে জানিয়েছিল I পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত হবার পর আমাদের পঞ্চায়েত অসুস্থ হয়ে যায় তারপর থেকে আমি দেখাশোনা করি তবে অনেকবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি I এবার পানিকাউরী গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা ব্যবস্থা করা হয়েছে,তবে এই এলাকাতেও রাস্তার প্রয়োজন ছিল তবে আমি কথা দিচ্ছি ভোট পরবর্তীতে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে।আমাকে লিখিত আকারে আবেদন করলে খুব শীঘ্রই জলের ব্যবস্থা করে দেব I
পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোপ রায় জানান এই বিষয়ের স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাকে কিছু জানায়নি I