Rajganjএকটি জীবন্ত পেঙ্গুলিন উদ্ধার,


পবিত্র রায় ,রাজগঞ্জ 23 এপ্রিল : শিলিগুড়ি থেকে নেপাল   নিয়ে যাওয়া হচ্ছিল একটি জীবন্ত পেঙ্গুলিন উদ্ধার, এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে I বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে গোপন সূত্রের খবর ছিল একটি পেঙ্গোলিন শিলিগুড়ি থেকে নেপালে পাচার হবে, সেই খবরের ভিত্তিতে  বুধবার সন্ধ্যায় জলপাই মোড়ে ওত পেতে ছিল, 

সেই সময় সন্দেহজনক 2 জন  কে গ্রেপ্তার করা হয়, তার নাম নন্দ নন্দ মুখিয়া ও অমৃত প্রধান দুজনেই দার্জিলিং এর বাসিন্দা
 ,ধৃতদের জেরা করে জানা গেছে শিলিগুড়ি থেকে নেপালে পাচারের  উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পেঙ্গোলিন টিকে I গুলো,  বন দপ্তর  সূত্রে জানা যায় যে ধৃত ওই দুই জনকে বৃহস্পতিবার কোর্টে তোলা হবে I


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন