পদ্মশ্রী ড: ধর্ম নারায়ণ বর্মার সাথে সাক্ষাৎ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি


সনৎ বর্মন, কোচবিহার: পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড: ধর্মনারায়ম বর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাড়িতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জীবন সায়হ্নে এসে যে কামতাপুরী ভাষা নিয়ে চর্চা করে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তৃনমূলের নবজোয়ার কর্মসূচিতে এসে পদ্মশ্রীর সাক্ষাৎ উপলক্ষে ডক্টর ধর্ম নারায়ণ বর্মার বাড়ি চত্বর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে রাখে পুলিশ। বুধবার তুফানগঞ্জের চিলাখানায় জনসভা শেষে তিনি রওনা দেন বারকোদালী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ডক্টর ধর্মনারায়ণ বর্মার বাড়িতে। অভিষেক ব্যানার্জি আসার আগে আঁটোসাঁটো নিরাপত্তা লক্ষ্য করা যায় গোটা হরিপুর জুড়ে। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন