নদীর ধার থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া সদ্যোজাতর দেহ
নকশালবাড়ি: নদীর ধারে উদ্ধার প্লাস্টিকে মোড়া সদ্যোজাতর দেহ। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার কমলা জোতে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কমলা জোতে আচমকাই দুর্গন্ধ ছড়ায়। তার উৎস সন্ধানে নেমে বাসিন্দারা দেখেন, খেমচি নদীর ধারে প্লাস্টিকে মোড়া সদ্যোজাতর দেহ পড়ে আছে। এরপর স্থানীয়রা নকশালবাড়ি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ তদন্ত চলছে।