লস্করপুর ঈদগাতে পালিত হলো ঈদুল ফিতর
দক্ষিণ দিনাজপুর ,বিদ্যুৎ কান্তি মাহাতো,২২শে এপ্রিল :হিলি ব্লকের সবচেয়ে বড় ও দক্ষিণ দিনাজপুরের অন্যতম লস্করপুর ঈদগাতে পালিত হলো ঈদুল ফিতর উপস্থিত হিলি থানার আইসি গনেশ শর্মা
একমাস সিয়াম সাধনার পরে আজ পালিত হলো ঈদ- উল-ফিতর এর নামাজ লস্কর পুর ঈদগাহ ময়দানে। হিলি ব্লকের সবচেয়ে বড়ো যামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহে। হিলি ব্লকের বিভিন্ন গ্রামের মুসল্লীররা এখানে ঈদের নামাজ পরার জন্য এখানে জড়ো হয়। লস্কর পুর জামে মসজিদের ইমাম সাহেব হাফিজ ক্বারি মৌলানা রেজওয়ান করিম সাহেব ঈদের নামাজের পরিচালনা করেন। এখানে প্রায় কয়েক হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সকালে আলিঙ্গনে আবদ্ধ হয়ে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।আসুন ঈদ শেষে ইমাম সাহেব
জানান বিশ্ব শান্তির উদ্দেশ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে এবং মিলেমিশে থাকার বার্তা জানাই ঈদ উপলক্ষে সমস্ত ভারতবাসীকে। এছাড়া স্থানীয় বাসিন্দা হাজী আব্দুল সাদিক সরকার সাহেব বললেন
হিলি ব্লকের তিন নম্বর ঢালপাড়া গ্রাম পঞ্চায়েতেরপুর ঈদগাহ এলাকার প্রাচীন ঈদগাহ হিসেবে সুপরিচিত এই ঈদগাহতে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করতে এখানে প্রত্যেক বছর আসেন এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি।
সবশেষে হিলি থানার আই সি সাহেব ইমাম সাহেব হাতে ফুলের তোরা সওগাত তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।