আগামী একুশে জুলাই শহীদ স্মরণ ধর্মতোলা চলো এমনটাই ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি পর্ব রাজ্য জুড়ে চলছে জোরকদমে।
নুর আইন,মালদা: আগামী একুশে জুলাই শহীদ স্মরণ ধর্মতোলা চলো এমনটাই ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।তারই প্রস্তুতি পর্ব রাজ্য জুড়ে চলছে জোরকদমে। কিভাবে ধর্মতলা অভিযান সাফল্যমন্ডিত করা যায় তার ছক কষতে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর তৃণমূল রাজনৈতিক মহল। এবার সেই ধর্মতলা অভিযানে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির হরিশ্চন্দ্রপুর শাখার সকল শিক্ষকেরা। তাই এ দিন হরিশ্চন্দ্রপুর সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ধর্মতলার অভিযানকে সাফল্যমন্ডিত করার জন্য যথেষ্ট প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাই এদিন প্রাথমিক শিক্ষক সমিতির সকল শিক্ষকরা সম্মিলিত হয়ে হরিশচন্দ্রের উপরে পথসভা করেন। এবং সকলকে অভিযানের যোগ দেওয়ার জন্য আহ্বান করেন।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর চক্রের শিক্ষক মনোজ চক্রবর্তী বলেন একুশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমরা সেখানে উপস্থিত হব। সেদিন হরিশ্চন্দ্রপুর সার্কেলের সকল শিক্ষকরা সিএল নিয়ে সরকারি সমস্ত রকমের নির্দেশিকা কে মেনে ধর্মতলা অভিযানে যোগদান করবে।