নিম্নবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিকে স্কুলে প্রথম। উচ্ছাস পরিবারে।


তুষার কান্তি বর্মন, আলিপুরদুয়ার ৪ঠা জুন: 
কুমারগ্রাম ব্লকের প্রাণকেন্দ্র কমাখ্যাগুরী হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী অর্ণব সরকারকে সম্বর্ধনা দিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার।
নিম্নবিত্ত পরিবারের ছেলে অর্ণব সরকারের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার থেকে শুরু করে গ্রামের লোকেরা।
স্কুলে প্রথম স্থান অধিকার করার পরেও দুশ্চিন্তা যেনো পিছু ছাড়ছে না পরিবারের লোকেদের অর্নবের ইচ্ছা সাইন্স নিয়ে পড়বে, আগামী দিনে অর্নবকে পড়াতে আর্থিক সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন অর্ণবের বাবা। তাই সরকারি ভাবে সাহায্য পেলে ভালো হয় এই আশা করছেন অর্ণবের বাবা বাবুলাল সরকার। জানাগিয়েছে বাবুলাল বাবু গৃহশিক্ষকের কাজ করে ছেলে, মেয়ে, স্ত্রী নিয়ে কোনো রকমে সংসার চালিয়ে যাচ্ছেন, মেয়ে BA তৃতীয় বর্ষে পড়ে। ছেলে, মেয়ের লেখাপড়ার খরচ এবং সংসার খরচ বাবুলাল বাবু শুধুমাত্র গৃহশিক্ষকতা করে চালান বলে জানিয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন