হিলি সীমান্তে আদিবাসী অধ্যুষিত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ ও চশমা বিতরণ ।
বিদ্যুৎ কমার মাহাত,হিলি; জেলা বিজেপির পক্ষ থেকে মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয়ে একদিনের একটি স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। এখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মূলত বালুরঘাটের সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এর প্রচেষ্টায় শিবিরের আয়োজন । এলাকার গরিব মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এবং ঔষধ গ্রহন করেন । হিলির জামালপুর এরিয়া আদিবাসী অধ্যুষিত। এখানটাতে বেশিরভাগ মানুষ তপশিলি জাতি উপজাতি শ্রেণীভূক্ত । অনগ্রসর শ্রেণির মানুষ যারা ভালো নার্সিংহোম পয়সার অভাবে চিকিৎসা করাতে পারেন না সেই সমস্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী , মালদা বিভাগ প্রমুখ শুভেন্দু সরকার ,জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার মহাশয়, জেলা সহ সভাপতি জয়ন্ত প্রামাণিক মহাশয় , জেড পি - ১১ মন্ডলের সভাপতি রবীন্দ্র মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব বর্গ।