DYFI-এর মশাল মিছিল মানিকচকে
মানিকচক:- DYFI এর রাজ্য সম্মেলনকে সফল করতে মানিকচকের মথুরাপুরে অনুষ্ঠিত হল মশাল মিছিল।
শুক্রবার,সন্ধ্যা নাগাদ মানিকচকের মথুরাপুরের বামফ্রন্টের প্রধান কার্যলয় থেকে মশাল মিছিল শুরু হয় এবং গোটা মথুরাপুর অঞ্চল পরিক্রমা করে আবারো বামফ্রন্ট কার্যলয়ে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন,সিটু জেলা সাধারণ সম্পাদক দেবজ্যেতি সিনহা,DYFI নেতা তম্ময় মন্ডল,অমিত ঝা,কৌশিক ঘোষ সহ অনান্যরা।
এদিনের কর্মসূচী থেকে বামফ্রন্ট নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন।