রাজ‍্য পদ্ম ছেড়ে এবার ঘাসফুলে জয় প্রকাশ মজুমদার




 প্রতিবেদন: ফের বিজেপির ঘরে ভাঙন। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন  বিজেপির বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার । আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক।  সেখানেই জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগ দেন। জয়প্রকাশ এদিন সঙ্গে এনেছিলেন তাঁর ছেলেকেও।  উল্লেখ্য, গতকাল লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভবত বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকেই শেষ পেরেকটা পোঁতা হয়েছিল। সোমবার সকালে আকস্মিক নজরুল মঞ্চের সামনে তৃণমূল নেতাদের পাশেই দেখা যায় জয়প্রকাশকে। আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে তাঁর উপস্থিতিই ঘটাল জল্পনার অবসান। এর শুরুটা হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সায়ন্তন বসুকে যখন সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ দেওয়া হয়। দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জয়প্রকাশ। এরপর একাধিকবার তিনি নানাভাবে দলকে বুঝিয়েছেন তাঁর বিরোধিতার কথা। কখনও সোজাসাপটা দলের নীতির বিরুদ্ধে টুইট করে, কখনও রাজ্যপাল-রাজ্য সংঘাতের ইস্যুতে রাজ্যের পক্ষে সওয়াল করে, কখনও আবার দলেরই বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে চড়ুইভাতিতে অংশ নিয়ে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন