এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও গাছ কাটতে দিচ্ছে না আলিপুরদুয়ার ট্রানস্মিশন কোম্পানিকে
আমগুড়ি:এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও গাছ কাটতে দিচ্ছেনা আলিপুরদুয়ার ট্রান্সমিশন কোম্পানি কে ময়নাগুড়ি অধীনে আমগুরি থানার অন্তর্গত চরের বাড়ি এলাকায় এমনই ঘটনা ঘটেছে I
অভিযোগ আলিপুরদুয়ার ট্রান্সমিশন কোম্পানির সঙ্গে 6 জানুয়ারি2022 আলোচনার মাধ্যমে স্থানীয় পঞ্চায়েত ,ব্লক আধিকারিকের উপস্থিতিতে একটি এগ্রিমেন্ট করা হয়েছিল রঘুনাথ মন্ডল এর সঙ্গে I
উল্লেখ্য এগ্রিমেন্ট লেখা রয়েছে হাই টেনশন ইলেকট্রিক লাইনের তার যাবার জন্য গাছের ক্ষতিপূরণ বাবদ 6 লক্ষ টাকা দেওয়া হবে I
আলিপুরদুয়ার ট্রান্সমিশন কোম্পানি এক্সিকিউটিভ অফিসার আশিষ বাবু জানান আমরা ঘটনাস্থলে গাছ কাটতে গেলে রঘুনাথ মন্ডল এর পরিবারের সঙ্গে বচসা বাধে আমাদের
মারার জন্য লাঠি নিয়ে তেড়ে আসে কিছুক্ষণ আটকে রাখা হয় এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানালেও এ ব্যাপারে কোনো সুরাহা হয় নি I
তবে প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে আমরা খুবই উপকৃত হব I
এ ব্যাপারে সংবাদমাধ্যমের দ্বারা রঘুনাথ মন্ডল এর সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয়নি I