ফের হাতি মৃত্যু ঘটনায় চাঞ্চল্য , জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাঁট এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার ভোর রাতে।
জলপাইগুড়ি: সবজি ক্ষেতে দাঁতাল হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে বৈকন্ঠপুর বনবিভাগের মহারাজ ঘাট এলাকায় সবজির ক্ষেত থেকে একটি পূর্ন বয়স্ক পুরুষ দাঁতাল হাতির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
হাতিটির মৃতদেহের পাশেই পড়ে ছিল ব্যাগ ভর্তি রাসায়নিক সার। অনুমান করা হচ্ছে, এই রাসায়নিক সার খেয়ে হয়ত হাতিটি মারা গেছে। এরপর তারা খবর দেন বেলাকোবা রেঞ্জ অফিসে সাথে সাথে বেলাকোবা রেঞ্জার কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে এবং খবর পেয়ে ঘটনাস্থলে যান বনাধিকারিক মঞ্জুলা তিরকে।
এডিএফও মঞ্জুলা তিরকে জানান, ঠিক কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করে জানা যাবে। এর আগেও এই এলাকায় বিদ্যুৎ পিষ্ট হয়ে হাতি মারা গেছে। সেই সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছিল বনদপ্তর। স্থানীয়দের কয়েকজনের অনুমান, হাতিটি হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে। হাতির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা।