বিবেক চেতনা উৎসব পালন
রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী কক্ষে কোভিড বিধি মেনে হাতে গোনা কিছু আশা কর্মীদের নিয়ে রাজগঞ্জ ব্লকের বিধায়ক খগেশ্বর রায় এর উপস্থিতিতে পালিত হল স্বামী বিবেকানন্দের 159 তম জন্ম দিবস l
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার ডি পি এস সি চেয়ারম্যান লক্ষ মোহন রায় ,জলপাইগুড়ি জেলার জেলা সভাধিপতি উত্তরা বর্মন ,রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি পূর্ণিমা রায়, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ রুপালি দে , বেলাকোবা ফাঁড়ির ওসি বুদ্ধদেবঘোষ ,প্রসেনজিৎ দে সহ অন্যান্য নেতৃত্ব I