দুর্ঘটনার প্রবণ এলাকায় স্পিড বেকার তৈরির কাজ শুরু হয়েছে বেলাকোবা পুলিশ ফাঁড়ির উদ্যোগে



নিজস্ব প্রতিবেদন ,বেলাকোবা, 17 ই ডিসেম্বর  : শিলিগুড়ি থেকে আমবাড়ি ভায়া বেলাকোবা জলপাইগুড়ি বাইপাস রোডে যেভাবে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চলেছে সেই দিকে লক্ষ রেখে রাজগঞ্জ থানার অধীনস্থ বেলাকোবা পুলিশ ফাঁড়ির , জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ওসি বুদ্ধদেব ঘোষ এর  উদ্যোগে   আমবাড়ি বেলাকবা জল্পাইগুরি বাইপাস রোডে দুর্ঘটনা প্রবণ  এলাকায় প্রায় দশটি  স্পিড ব্রেকার  তৈরীর কাজ চলছে l 

বেলাকোবা ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ বলেন যেভাবে একের পর এক বাইক দুর্ঘটনা ঘটে চলেছে সেই দিকেই লক্ষ্য রেখেই স্পিড ব্রেকার তৈরীর কাজ চলছে l 
স্পিড ব্রেকার তৈরি কাজের সময় উপস্থিত ছিলেন এসআই জয় রায় সহ সিভিক ভলেন্টিয়ার l

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন