শুরু হয়ে গেল সদলিচক চক সুপার কাপ 2021 নকআউট ফুটবল টুর্নামেন্ট
নূর আইন, মালদা: ১৪ ডিসেম্বর: শুরু হয়ে গেল সদলিচক চক সুপার কাপ 2021 নকআউট ফুটবল টুর্নামেন্ট। সাতদিন ধরে চলা এই নকআউট টুর্নামেন্ট অংশগ্রহণ করবে বিভিন্ন এলাকার আটটি টিম।প্রতি বছরের ন্যায় এ বছর ওফুটবল টুর্নামেন্ট কে ঘিরে চরম উত্তেজনা ছিল ফুটবল প্রেমীদের মধ্যে।বিভিন্ন এলাকার পাশাপাশি বিহার থেকেও একাধিক দল অংশগ্রহণ করে এই খেলায়।
উল্লেখ্য , তৃণমূল দলের উদ্যোগে সাদলিচক সুপার কাপ খেলার আয়োজন হয়। ফুটবল টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত তালগ্রাম ফুটবল ময়দানে। জানা যায় খেলা চলবে আগামী সাতদিন ধরে । চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী একুশে ডিসেম্বর। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন মালদা জেলার তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। খেলার প্রথম দিনে দক্ষিণ তালগ্রাম ও সুলতান নগর মালশা বাদ দল অংশগ্রহণ করে। খেলায় দর্শকের জনজোয়ার ছিল লক্ষ্য করার মতো। খেলার আনন্দ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা যোগদান করে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস, হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জোবেদা বিবি, তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান , আশরাফুল হক প্রমুখরা ।