মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু 1 যুবকের




রাজগঞ্জ :মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু 1 যুবকের। রাজগঞ্জে বটতলা আমবাড়ির রাস্তায় একটি গাছের সঙ্গে বাইকের ধাক্কা লেগে চালক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে ।

বুধবার সন্ধ্যা পৌনে ছটা নাগাদ বটতলা আমবাড়ি রাস্তায় পানিকাউরি অঞ্চলের দেলুয়া এলাকায় এই ঘটনা ঘটে। দ্রুতগতিতে চালানোর কারণে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, মৃতের নাম দেবনাথ কুজুর, বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর বাড়ি শিকারপুর চা বাগান সংলগ্ন ফটিঙ্গালাইন এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, ওই রাস্তায় ক্রমবর্ধমান দুর্ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

তবে এ ব্যাপারে বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ জানান আহত ব্যক্তিকে উদ্ধার করে  রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে মৃত কিনা বলতে পারছি না lসেটা হাসপাতাল কতৃপক্ষ ঠিক বলতে পারবে l

রাজগঞ্জ আইসি বঙ্গ সরকার জানিয়েছেন বাইক আরোহী ব্যক্তিটি মৃত বলে ঘোষণা করেছেন রাজগঞ্জগ্রামীণ হাসপাতাল কতৃপক্ষ l







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন