জলপাইগুড়ি রাজগঞ্জের গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু হয়েছে ,পরিবার সূত্রে জানা গেছে
রাজগঞ্জ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরাম বুথের SC, ST, OBC সেলের চেয়ারম্যান কে গুলি করে পালাল দুই দুষ্কৃতী। গুলিতে আহত হয়েছেন এক লটারি বিক্রেতা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ভুটকিহাটে। জখম তৃণমূল নেতার নাম সলেমান মহম্মদ, তাঁর অবস্থা আশঙ্কাজনক। লটারি বিক্রেতার নাম তপন প্রসাদ। দুজনকেই শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে অফিসের ঘোষণা না হলেও পরিবার সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সোলেমান মোহাম্মদের মৃত্যু হয়েছে ,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকিহাট এলাকায় শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ডি জাতীয় সড়কের পাশে একটি লটারির দোকানে বসেছিলেন সলেমান। সেসময় বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে দোকানের সামনে দাঁড়ায়। তাদের মধ্যে এক দুষ্কৃতী সলেমানের মাথায় গুলি করে। সেই গুলি আবার ছিটকে গিয়ে লাগে লটারি বিক্রেতার কানে। দুজনই গুরুতর জখম হন। ঘটনার পরপরই দুষ্কৃতীরা বাইকে চেপে পালিয়ে যায় !
রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, ভুটকিহাট এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। দুই দুষ্কৃতী বাইক চেপে এসে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় দুজন জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।