চার বন্ধুর অভিনব উদ্যোগ "বৃক্ষরোপণ", "গাছ লাগান প্রাণ বাঁচান"


রাজগঞ্জ: চার বন্ধুর অভিনব উদ্যোগ বৃক্ষরোপণ l চারিদিকে করোনার মহামারীর যেভাবে ছড়িয়ে পড়েছে,এবং তার পাশাপাশি পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে ,গাছ কাটার ফলে সেই দিকে লক্ষ্য রেখেই আজ চার বন্ধু মিলে, জলপাইগুড়ি ভদ্রেশ্বরে বিভিন্ন এলাকায় গাছ লাগালেন l চার বন্ধু জানালেন গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না গাছের সঙ্গে আমাদের আত্মার আত্মীয় সম্পর্ক আছেl শুধু মানুষ নয় পশুপাখি সমস্ত কিছু সুস্থ থাকবে এই গাছ লাগালে , "তাই গাছ লাগান প্রাণ বাঁচান"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন