জলপাইগুড়ি সদর ব্লকের গ্রামীণ হাসপাতাল ভ্যাকসিন নিয়ে কারচুপি



বেলাকোবা: জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতাল ভ্যাকসিনের কারচুপির অভিযোগ অভিযোগ তুললেন গ্রামবাসীরাlসোমবার সকাল থেকেই ভ্যাকসিন নেওয়ার জন্য বেলা কভার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ভিড় ছিলl হঠাৎ করে স্থানীয় যুবকদের চোখে আসে,হসপিটালের একজন ডাক্তার তারা আত্মীয়-স্বজনকে নিয়ে এই ভ্যাকসিন দিল বলে ঘটনাস্থল থেকে জানা যায়,ভ্যাকসিন কারচুপির কথা চারিদিকে ছড়িয়ে পড়ার পরে স্থানীয় এলাকার বাসিন্দারা দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়lএই খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় Iকোতোয়ালি থানার পুলিশ উত্তেজনা আয়ত্তে আনে l

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন