34 দিন হল মেয়ে নিখোঁজ, থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ মেয়ের বাবার,


রাজগঞ্জ: 34 দিন হল মেয়ে নিখোঁজ, থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ মেয়ের বাবার, রাজগঞ্জ ব্লকের কুকুজান গ্রাম পঞ্চায়েতের ধাবাছিলে গ্রামের  বাসিন্দা রতন মন্ডল এর বড় মেয়ে রিনার বিয়ে হয়েছিল  2014 সালে রাজগঞ্জ ব্লকের সারিয়াম গ্রামে বাচ্চু দাসের ছেলে রবতীর সাথে, রতন  মন্ডলের অভিযোগ যে বিয়ের পর থেকে  শশুর বাড়ি থেকে চাপ দিত পনের জন্য, বার টাকা দেওয়া হলেও আরো টাকা চাইত, ৩৪ দিন আগে  শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মেয়ে ও নাতনি, এই বিশয়ে জামাই কে বললে জামাই জানায় আপনার মেয়ে মরে গেছে, কি করার আছে করে নিন, এই বিশয়ে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিজোগ নেওয়া হয়নি, মেয়ে কে যে কি করল তা আমার জানা নেই, আমি আমার মেয়ে আর নাতনি কে ফিরে পেতে চাই, এই বিশয়ে রিনার  শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ করতে চাইলে তারা কোনো মন্তব্য করতে চাইনি, শুধু জানিয়েছে বাড়ির বউ হারিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে থানায়,

 এই বিষয় এ এলাকার  তৃণমূল নেতা কৃষ্ণা চাকি জানায় মেয়ের বাবা মেয়ের  নিখোঁজ হওয়ার পর থেকে মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার পর হুমকি দিচ্ছে, থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিজোগ নেওয়া হচ্ছে না, এই বিশয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায় এই ধরনের ঘটনার খবর আপনার কাছ থেকে  শুনতে পেলাম, আজই সেই এলাকার  তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ করব যেন মেয়ের বাবার সাথে  যোগাযোগ করে আমার সাথে দেখা করে, প্রয়োজন হলে আমি নিয়ে যাব থানায় লিখিত অভিযোগ করতে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন