বিজেপি রাজ্য সহ-সভাপতিকে সংবর্ধনা দিলেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা।


রাজগঞ্জ, ২৮ জুন: জলপাইগুড়ির জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ফাঁড়াবাড়ি নেপালি বস্তির হোম কোয়ারান্টিনে থাকা ২৫টি পরিবারের জন্য স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য বর্ষা থাপার হাতে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল ভারত সেবাব্রতী মহাসংঘ। রবিবার পরিবারগুলিকে সংস্থার উত্তরবঙ্গ ডিভিশনের পক্ষ থেকে ১০ দিনের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। জানা গিয়েছে, কয়েকদিন আগে নেপালি বস্তির কয়েক জনের করোনা ধরা পড়ে। সেকারণে এলাকার ২৫টি পরিবারকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে। 

এদিন ভারত সেবাব্রতী মহাসংঘের উত্তরবঙ্গ ডিভিশনের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে চাল,ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। পাশাপাশি এদিন বিন্নাগুড়ি অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিজেপির রাজ্য সহ-সভাপতি দীপেন প্রামাণিককে সম্বর্ধনা দেন। উপস্থিত ছিলেন সংস্থার উত্তরবঙ্গ ডিভিশনের চিফ এক্সিকিউটিভ কল্লোল গোস্বামী, বিজেপির রাজ্য কমিটির পরিষদীয় সদস্য ডিলা সুব্বা, এবং পঞ্চায়েত সদস্য সহ রাজগঞ্জ উত্তর মন্ডলের নেতৃত্বরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন