বিদ‍্যুৎ বিল মুকুবের দাবীতে করনদিঘী ও ডালখোলায় বিজেপির অবস্থান বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা ,করনদিঘী : প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। সাধারন খেটে খাওয়া পরিবার থেকে থেকে মধ‍্যবিত্ত সবার কাজ কর্ম বন্ধ‍ হওয়ার ফলে দেখা দিয়েছে আর্থ সংকট । এমত অবস্থায় তিনমাস বিদ‍্যুৎ বিল মুকুবের দাবীতে অবস্থান বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল বিজেপি। আজ উত্ত‍র দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভার ডালখোলা ও করনদিঘী বিদ‍্যুৎ অফিসের সামনে বিক্ষোভ দেখায়।আজকে করনদিঘীর  বিক্ষোভ কর্মসূচীতে হাজির ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি নিখিল চন্দ্র সরকার,সংযোজক সত‍্যনারায়ন সিংহ এবং ডালখোলায় হাজির ছিলেন ডালখোলা শহর মন্ডল সভাপতি হরিমোহন মজুমদার ও বিজেপির একাধিক কার্যকর্তা। করনদিঘী বিধানসভার সংযোজক সত‍্যনারায়ন সিংহ বলেন তিন মাসের বিদ‍্যুৎ বিল মুকুবের দাবীতে আজকে করনদিঘী বিদ‍্যুৎ বন্টন অফিসে ডেপুটেশন দেওয়া হল।এই বিল মুকুব না হলে আগামী দিনে বৃহত্ত‍র আন্দোলন করা হবে। বিদ‍্যুৎ বিল মুকুবের দাবীপত্রটি উর্ধতন কর্তৃপক্ষ‍্যের কাছে প্রেয়ন করা হবে বলে জানিয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন