#শিলিগুড়িতে_বিভিন্ন এলাকায় কীটনাশক স্প্রে
শিলিগুড়ি 29 এপ্রিল: খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন এলাকা কীটনাশক স্প্রে কাজে নামলো তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার তরফে রন্যে রাহা জানিয়েছেন, তাদের টীম বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জীবানু নাশ করার জন্য স্যানিটাইজেশন চালিয়ে যাচ্ছে।