কড়া নিরাপত্তার চাদরে মোড়া এনজিপি স্টেশন চলছে করোনা আতঙ্কে জেরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা।


 নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সমগ্র শিলিগুড়ি জুড়ে  করোনা আতঙ্কে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। প্রশাসন কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না। শহরে ঢোকার মুখে প্রতিটি জায়গায় চলছে নাকা চেকিং ও স্বাস্থ্য পরীক্ষা। এনজিপি স্টেশন চত্বরের বাইর থেকে আসা সমস্ত যাত্রীদের স্টেশনে ঢোকার মুখেই চলছে স্বাস্থ্য পরীক্ষা জিআরপির তৎপরতায়, মেডিকেল টিমের সহযোগিতায়। শিলিগুড়ি শহরের আনাচে কানাচে দেখা গেল মাক্স লাগানো মুখের 

হাজারো ছবি। বিধান মার্কেট, সেট শ্রীলাল মার্কেট , হাশমি চক , মহাবীর স্থান সেবক, পানিট্যাঙ্কি মোর মোরবিবেকানন্দ মার্কেট সহ সমস্ত মার্কেটে শুনশান জনমানবহীন পরিবেশ যা বছরের অন্যান্য দিন দেখা যায় না। খুব বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না, স্কুল-কলেজ ছুটি হবার ফলে শিশুরাও ঘর বন্দী। আগামীসোমবার থেকে চারদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকছে। সেই সাথে আগামীকাল রবিবার জনতা কারফিউর বিষয়ে চলছে শহরজুড়ে প্রচার এবং শহরের পাড়ায় পাড়ায় চিন্তিত, আশঙ্কিত মানুষের আলোচনা। পাড়ার মোড়ে চায়ের দোকান ,মুদির দোকান বা মার্কেটে, মলে  হাতেগোনা মানুষের ভির। উত্তরবঙ্গের প্রবেশদ্বার জমজমাট শিলিগুড়ি শহরের পরিবেশ কেমন যেন থমথমে। আতঙ্কিত মানুষ ঘরে খাবার সহ প্রয়োজনীয় জিনিস মজুদ করতে ব্যস্ত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন