#ফের 'ফেসে' গেলো একটি ডাম্পার# দেবী চৌধুরানী মন্দিরের পার্শ্ববর্তী এলাকার আর্মি রোডে
বেলাকোবা, ১৩ মার্চ: বটতলা থেকে গেটবাজার যাওয়ার রাস্তার, চৌরঙ্গির পার্শ্ববর্তী এলাকার সড়কে 'ফেসে' গেলো একটি ডাম্পার, স্থানীয় সূত্রে জানা যায় বিকেল ৫ টায় ঘটনা টি ঘটে। স্থানীয়রা জানায় রাস্তা দিয়ে একটি বড় গাড়ি গেলেই সাইড দেওয়ার জায়গা থাকে না, জীবনের ঝুকি নিয়ে রোজ চলাচল করতে হয় রাস্তা দিয়ে, এ রাস্তা নিয়ে বেশ কয়েকবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের! তারা চাইছেন রাস্তা যেনো বড় করা হয়।